ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই দিনটির জন্যই হয়তো অপেক্ষা করছিলেন সম্পূর্ণ ভারত ও পাকিস্তানবাসী। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার (১৬ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিলো দল দুটি। যেখানে বৃষ্টি আইনে ৮৯ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
এদিকে, ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য মাঠে হাজির হয়েছিলেন বলিউড, পাকিস্তান ও ছোটপর্দার বেশ কয়েকজন তারকা। চলুন ছবিতে দেখে নেওয়া যাক কোন কোন তারকারা হাজির হয়েছিলেন মাঠে নিজেদের দলকে সমর্থন জানাতে।