দীর্ঘদিন ধরেই নিজেকে রূপালি পর্দার আড়াল করে রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। সম্প্রতি ভারতের বৃহৎ রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। বিজেপি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। তবে এই অভিনেত্রীর ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
বুধবার (৫ জুন) রাজ্য বিজেপির দফতরে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তবে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ খ্যাত এই বাংলাদেশি অভিনেত্রী ভারতের রাজনৈতিক দলে কিভাবে যোগ দিতে পারেন, তা নিয়ে ইতোমধ্যে জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার।
তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর এড়িয়ে যান অঞ্জু ঘোষ এবং বিজেপি নেতৃত্ব। এদিকে, ইউকিপিডিয়াতে এখনও অঞ্জু ঘোষের নাগরিকত্ব বাংলাদেশি বলে দেখা যাচ্ছে।
এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হয়, অঞ্জু বাংলাদেশের নাগরিক নয়, ভারতের নাগরিক। তার কাছে ভারতের পাসপোর্ট আছে।
শুধু তাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি ভোট পর্যন্ত দিয়েছেন বলেও দাবি করছে দলটি।