না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত পরিচালক বদরুল আলম বকুল।
শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) রাতে অসুস্থ অবস্থাতেই বিটিভিতে গান করেন এই সংগীত পরিচালক। কিন্তু হঠাৎ করেই পরের দিন শনিবার সকালেই নিজ বাসায় মারা যান তিনি। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রয়াত এই শিল্পীর মরদেহ নারায়ণগঞ্জে নেওয়ার পর জানাজা হবে এবং জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী নারায়ণগঞ্জের এক পীরের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
১৯৯১ সালে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর ‘হে যুবক’ অ্যালবামের সবগুলো গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন বদরুল আলম বকুল। এছাড়া শুভ্র দেবের ‘কৃষ্ণ চূড়ার ছায়ায়’ শীর্ষক জনপ্রিয় গানটির সুর-সঙ্গীত করেছিলেন তিনি।