প্রকাশ পেল ইমরান ও বৃষ্টির ‘কিছু কথা’ শিরোনামের নতুন গানটি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।
গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর গানটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ।
গানটির কথাগুলো এমন: কিছু কথা লিখে দিলাম হাতে, পড়ে নিও, আমি তোমাকেই ভালোবাসি কতটা জেনে নিও। এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি, অনুভবে বার বার জেনে নিও, বুঝে নিও।
এর আগেও ইমরান বৃষ্টির সাথে, ‘আমি নেই আমাতে’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাসো না’, ‘যদি হাতটা ধরো’ এই চারটি গানে কন্ঠ দিয়েছেন। শ্রোতাদের গ্রহণযোগ্যতাও পেয়েছেন অনেক। তারই ধারাবাহিকতায় আবারও একসাথে জুটি বাঁধলেন এই দুই সংগীতশিল্পী।