বিনোদন দুনিয়ায় চলচ্চিত্র নিয়ে যে ক’টি আসর থাকে প্রতি বছর, সেগুলোর মধ্যে অস্কার এবং কান চলচ্চিত্র উৎসবের দিকেই নজর রাখেন সবাই। চলচ্চিত্রপ্রেমীদের মনে অস্কারকে ঘিরে কাজ করে দুর্নিবার আগ্রহ। উৎসবের আলোকছটায় তারার আলোয় আলোকিত হয় যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার।
মর্যাদাপূর্ণ এ উৎসবের লালগালিচায় বিখ্যাত সব ডিজাইনারের নকশা করা বাহারি পোশাক পরে হেঁটে বেড়ান বিশ্বের নামিদামি অভিনেত্রীরা। অস্কারের লালগালিচায়ও তারার দ্যুতি থাকে চোখ ধাঁধানো। চলুন দেখে নেওয়া যাক অস্কারের সেরা দশ পোশাক।
** মাইসন ভ্যালেন্টিনোর ডিজাইন করা পোশাক পরে অস্কারের লালগালিচায় হেঁটেছেন অভিনেত্রী গেম্মা চান।
** অস্কারের লালগালিচায় হাঁটার জন্য সাদা গাউনটি বেছে নিয়েছেন অভিনেত্রী রেজিনা কিং। সঙ্গে হাতে পরেছিলেন হীরের ব্রেসলেট।
** অস্কারের লালগালিচায় হাঁটার জন্য কিকি বেছে নিয়েছিলেন ভারসাকের নকশা করা গোলাপি রঙা গাউনটি।
** ব্র্যান্ডন ম্যাক্সওয়েলের ডিজাইন করা পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন অভিনেত্রী সারা পলসন।
** লুইস ভুইটনের পোশাকে অভিনেত্রী এমা স্টোন।
** কাসে মুসগ্রাভেস পরেছিলেন জিয়ামবাতিসতা ভালির নকশা করা পোশাক।
** সেলিনের ডিজাইন করা পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন অভিনেত্রী ব্রি লারসন।
** শ্যানেলের পোশাক বেছে নিয়েছিলেন তেসা থম্পসন।
** অ্যালিসন জেনি পরেছিলেন পামেলা রোল্যান্ডের পোশাক।
** মিউ মিউয়ের নকশা করা পোশাক বেছে নিয়েছিলেন আমান্ডালা স্টেনবার্গ।