অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে মৌলিক সুর বিভাগে সেরা হলো রায়ান কুগলার পরিচালিত ‘ব্ল্যাক প্যান্থার’। ছবিটির আবহ সংগীত করেছেন লুডউইগ গোরানসন।
একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ (টেরেন্স ব্ল্যাঙ্কার্ড), ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ (নিকোলাস ব্রাইটেল), ‘আইয়েল অব ডগস’ (আলেক্সান্ড্রা দেসপ্লাঁ), ‘ম্যারি পপিনস রিটার্নস’ (মার্ক শাইম্যান, স্কট উইটম্যান)।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয় ৯১তম অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে এবার কোনও সঞ্চালক নেই। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে।