অসুস্থ হয়ে মঞ্চ ছেড়ে হাসপাতালে মোনালি ঠাকুর!

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-23 17:15:21

কনসার্ট করতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছেন সে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায় এ ঘটনা ঘটে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদেন বলছে, রাতে মঞ্চে গাইতে গাইতেই অসুস্থ বোধ করেন মোনালি। অনুষ্ঠানের মাঝেই নেমে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর শিল্পীকে ছেড়ে দেওয়া হয়।

গায়িকার বোন মেহুলি ঠাকুর জানিয়েছেন, মোনালি মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন। মঞ্চে ওঠার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু অগ্রিম নেওয়ার কারণে অনুষ্ঠানে যোগ দিতে হয়।

তিনি আরও বলেন, ‘কখনও হিমাচল প্রদেশে অনুষ্ঠান, তো কখনও বেঙ্গালুরুতে। তারপরই কলকাতা। প্রত্যেক জায়গার আবহাওয়া, তাপমাত্রা ভিন্ন। যার প্রভাব শরীরে পড়ছে। একা হাতে সব সামলাতে গিয়ে বেচারি নাজেহাল।’

এভাবেই নেচে-গেয়ে স্টেজ মাতান মোনালি ঠাকুর

জানা গেছে, মঞ্চে মোনালির হঠাৎ করে দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে ওই উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল বিখ্যাত গায়িকা মোনালি ঠাকুরকে।

মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সকলেই তার দ্রুতই সুস্থতার কামনা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর