দাবানলের মধ্যে বন্দী নোরা, হলিউড তারকারা হারালেন শখের বাড়ি!

হলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-01-09 20:30:49

মঙ্গলবার হঠাৎ বিধ্বংসী দাবানল আঘাত হানে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায়। লস অ্যাঞ্জেলসের এই প্যাসিফিক প্যালিসেডসেই বসবাস হলিউডের বহু তারকার। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্‌- অনেক নামী তারকা রয়েছে সেই তালিকায়। এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহিও। ফলে লেলিহান আগুনের কবলে পড়েন তিনিও! তাই অবিলম্বে তাকে ও তার সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নোরা সমাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন তার ভয়াবহ অভিজ্ঞতা।

এক ভিডিও বার্তায় নোরা বলেছেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’

 নোরা ফাতেহি

নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’

নোরার এই ভিডিও ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তারা।

এদিকে, দাবানল নিয়ে আরেক প্রখ্যাত বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যারা লড়াই করছেন তাদের কুর্নিশ জানিয়েছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা চোপড়াও তার স্বামী নিক জোনাস ও কন্যা মালতিকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই থাকেন। তবে সৌভাগ্রক্রমে তাদের কোন ক্ষতি হয়নি

দাবানলে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ। বাদ যাননি রুপালি পর্দার তারকারাও। তাদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে ভিজে হাহাকার করছেন তাবড় হলিউডি তারকারা। জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের।

প্যারিস হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টিভিতে সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। তিনি হাহাকার করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়। এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। আমার্ পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

প্যারিস হিলটন

ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের বাকিরা।

খ্যাতনামা অভিনেত্রী জেমি লি কার্টিস সমাজমাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে, যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন। তার শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্‌রুদ্ধ তিনি।

খ্যাতনামা অভিনেত্রী জেমি লি

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেকসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর