ঢাকা চলচ্চিত্র উৎসবে চঞ্চলের ‘পদাতিক’সহ ভারতের ৫ ছবি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-09 14:07:55

আগমী শনিবার পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী ১১ জানুয়ারি থেকে উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল শোভন ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হবে বাংলাদেশ ঢাকার জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যনির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ।

Caption

প্রতিবারের ন্যায় এবারেও এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল বিশ্বাস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ-সহ দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। থাকবে নানা রকম সেমিনারের আয়োজন। এতে বাংলাদেশের তারকা শিল্পী-নির্মতাদের পাশাপাশি অংশ নিতে উপস্থিত হবেন নানা দেশের সিনেমার মানুষেরা।

এদিকে, ভারত থেকে এবার কোনো ডেলিগেট আসছেন না উৎসবে। তবে থাকছে ভারতের ৪টি ছবি। যারমধ্যে রয়েছে বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত 'পদাতিক' ছবিটি। পরিচালক সৃজিত মুখার্জি এই ছবিটি নির্মাণ করেছেন উপমহাদেশের অন্যতম সেরা পরিচালন মৃণাল সেনের জীবনের উপর ভিত্তি করে। এছাড়া থাকছে ভারতীয় পরিচালক শমীক রায় চৌধুরীর 'বেলাইন', পরিচালক যতলা সিদ্ধার্থ'র 'ইন দ্য বেলি অফ এ টাইগার', পরিচালক অভিলাষ শর্মা'র 'সোয়াহা' ও পরিচালক উজ্জ্বল পলের 'ক্লার্ক'।

'পদাতিক' সিনেমায় চঞ্চল চৌধুরী

উৎসবে ছবিগুলি প্রদর্শিত হবে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

এ সম্পর্কিত আরও খবর