বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, কুদ্দুস বয়াতি গত ৭ থেকে ৮ দিন যাবত খাদ্যনালীর সমস্যায় ভুগছিলেন। কিছু খেতে পারছিলেন না তিনি। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
কুদ্দুস বয়াতিকে বাংলাদেশের লোকগানের মহাতারকা বলা হয়। নব্বই দশকে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামের একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার মাধ্যমে পরিচিত পান তিনি।