বিগত কয়েক মাসে ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক ও প্রযোজকের নামে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এবার আবারও এক অভিনেত্রী অভিযোগ আনলেন ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেতার নামে। অভিযোগের ভিত্তিতে কন্নড় অভিনেতা চরিত বালাপ্পাকে গ্রেফতার করছে পুলিশ।
কন্নড় ইন্ডাস্ট্রির ছোট পর্দার অভিনেতা চরিত বালাপ্পা। তার বিরুদ্ধে এক অভিনেত্রীকে যৌন হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। গত শুক্রবার তাকে গেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশের বিভিন্ন সূত্রও খবরটি নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তা এস গিরিশ জানিয়েছেন, পুরো ঘটনাটা ঘটেছে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে। ১৩ ডিসেম্বর ওই অভিনেত্রী অভিনেত্রী অভিযোগ করেছেন, তিনি কন্নড় ও তেলেগু সিরিয়ালে কাজ করেন ২০১৭ সাল থেকেই। অভিযুক্তের সঙ্গে ২০২৩ সালে তার আলাপ হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে অভিনেতা ক্রমাগত তাকে মানসিকভাবে হেনস্তা করতে থাকেন। দেন খুনের হুমকি।
এমনকি শারীরিকভাবেও তারা ঘনিষ্ঠ হয়েছিলেন বলেও অভিযোগে জানিয়েছেন অভিনেত্রী। তিনি যেহেতু একা থাকতেন, সেটারই সুযোগ অভিযুক্ত নিতেন বলেই জানিয়েছেন ওই অভিনেত্রী।
তিনি আরও অভিযোগ করেন, চরিত বালাপ্পা তার অর্থ ও যোগাযোগ কাজে লাগিয়ে বারবার তাকে হুমকি দিতেন জেলে পাঠানোর।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া