ডিউন ইউনিভার্সে টাবুর আগমন

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-18 18:31:30

বলিউড সেনসেশন টাবু ৯০ দশক থেকে টিকে থাকা অল্প সংখ্যক অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি শুধু বলিউডের এ-লিস্টেড অভিনেত্রী নন, হলিউডেরও লিজেন্ডারি সব টপ ক্লাস সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার এই ঝুলিতে সম্প্রতি যুক্ত হয়েছে ডিউন ইউনিভার্সও।

ডিউন ইউনিভার্সের স্পিন অফ সিরিজ ডিউন প্রফেসি প্রকাশ পেয়েছে চলতি বছরেই। ২০২৪ সালের শেষভাগে প্রকাশ পাওয়া ‘ডিউন প্রফেসি’ সিরিজটি এখনও চলমান। সম্প্রতি সিরিজের ৫ম পর্ব প্রকাশ করা হয়। এই পর্বে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে পর্দায় আসেন বলিউড অভিনেত্রী টাবু। সিরিজে বেশে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

টাবু অভিনীত সিস্টার ফ্রান্সেসকার চরিত্রটি দেরিতে পর্দায় এলেও, পুরো সিরিজের স্টোরি লাইনে গল্পের ধারাবাহিকতায় যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে জানা যায়। হিন্দি ভাষাভাষীর ভক্তরা দীর্ঘ অপেক্ষায় ছিল পর্দায় টাবুর আগমন দেখার জন্য। ডিউনের মতো সিনেমা ফ্রাঞ্চাইজির অংশ হিসেবে বলিউড অভিনেত্রীকে দেখা ভারতীয়দের জন্য গর্বের বিষয়।

ফ্রান্সেসকা চরিত্রে ‘টাবু’ / ছবি: ইন্সটাগ্রাম

ডিউন ইউনিভার্স বর্তমান হলিউডের আলোচিত এবং প্রশংসিত সিরিজ। ডিউন পার্ট ওয়ান আর টু সিনেমার ১০ হাজার বছর আগের গল্প দেখানো হয়েছে। ডিউন ফ্রাঞ্চাইজির সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ভিত্তি কীভাবে গড়ে উঠেছিল, সেই গল্পেই সাজানো হয়েছে ডিউন প্রফেসি। ‘সিস্টারহুড’ নামক সংস্থার অংশ সিস্টার ভ্যালা এবং সিস্টার টুলার গল্প বিস্তারিত দেখানো হয়েছে। মানবজাতির জন্য ভবিষ্যতের যে বড় হুমকি আসতে চলেছে তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী সাজানো হয়েছে।

সিরিজে নিজের চরিত্রকে গভীর এবং প্রভাবশালী বলেছেন টাবু। শো’য়ের প্রযোজক সাক্ষাৎকারে ফ্রান্সেসকার চরিত্রের জন্য টাবুকে বাছাই করার ব্যাপারে বলেন। তিনি জানান, টাবুর জন্য একটি কেন্দ্রীয় চরিত্র প্রয়োজন ছিল, যে গল্পের মূলে ভূমিকা রাখবে। ফ্রান্সেসকা এখন মার্ক স্ট্রংয়ের চরিত্র সম্রাট ডিউনকে বোঝাবে, যেন তাদের সন্তানকেও নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হয়। এছাড়া বলিউডের কিংবদন্তী অভিনেত্রী টাবুর বেশ প্রশংসা করেন প্রয়োজক।

ফ্রান্সেসকা চরিত্রে ‘টাবু’ / ছবি: ইন্সটাগ্রাম

টাবু ছাড়াও ‘ডিউন প্রফেসি’তে আরও অভিনয় করেছেন, অ্যামিলি ওয়াটসন, ট্রাভিস ফিমেল, যশ হিউস্টোন, জেসিকা বারডেন, মার্ক স্ট্রং, অলিভিয়া উইলিয়ামস, ক্লোয়ি লি , যোধি মে সহ অনেকে। এখনো অবধি ডিউন ভক্তদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে সিরিজটি। এটা ১৫ ডিসেম্বর (বাংলাদেশ সময়ে ১৬ ডিসেম্বর) থেকে প্রকাশ করা হচ্ছে অনলাইন প্লাটফর্ম ‘ম্যাক্স’-এ।   

এ সম্পর্কিত আরও খবর