চলচ্চিত্র পরিচালক হাসনাত ফিরোজ আর নেই

, বিনোদন

বিনোদন ডেস্ক বার্তা২৪.কম | 2024-12-17 17:29:51

চলচ্চিত্র পরিচালক আজাদী হাসনাত ফিরোজ মারা গেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা। তিনি বলেন, হাসনাত ফিরোজ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত ডেঙ্গুর কাছে হার মেনে চলেই গেলেন তিনি।

তিনি আরও বলেন, আজাদী হাসনাত ফিরোজ ছিলেন একজন প্রেমের সিনেমার পরিচালক। তার নির্মিত সিনেমার মধ্যে ১০টা সিনেমায় শাবনূরকে নিয়ে নির্মাণ করেছেন তিনি। আজ সকালে দেশের বাড়ি পাবনায় তাকে সমাহিত করা হয়েছে।'

জানা গেছে, আজাদী হাসনাত ফিরোজের হার্টে ব্লক ধরা পড়েছে। কিডনিজনিত সমস্যায়ও ভুগছিলেন তিনি। ২৯ নভেম্বর অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।

আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কাজের মেয়ে’, ‘সবার উপরে প্রেম’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘ফুলের মতো বউ’, ‘রসের বাইদানী’, ‘ঘরের লক্ষ্মী’ ও ‘স্বামী নিয়ে যুদ্ধ’ ‘গ্রাম গঞ্জের পিরিতি’।

এ সম্পর্কিত আরও খবর