বছরের শুরুতেই আসছে প্রীতম-তাহানের "হাবিবি"

, বিনোদন

বিনোদন ডেস্ক বার্তা২৪.কম | 2024-12-16 03:50:37

বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার এফ এ প্রীতম। তার সুর ও সঙ্গীত আয়োজনের মধ্যে "কালাচান" গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দুই বাংলার সংগীত প্রেমিদের। সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি সম্প্রতি আবারো তিনি আলোচনায় এসেছেন নিজের কন্ঠে গান প্রকাশ করে।

এবার "হাবিবি" শিরোনামে একটি দ্বৈত গানে এফ এ প্রিতমের সাথে কন্ঠ দিয়েছেন তাহান খান। প্রীতম, তাহান ও ইলিয়াস তিনজনের সমন্বিত কথায় গানটিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। গানের সুর করেছেন প্রীতম নিজেই। যার সঙ্গীত আয়োজন করেছেন শোভন রায়।

পাভেল মাহমুদের পরিচালনা ও রোহান বিল্লার নির্দেশনায় গানের ভিডিওতে অভিনয় করেছেন আসরিন, প্রীতম ও তাহান। ঢাকার নান্দনিক বিভিন্ন স্থানে করা হয়েছে এর চিত্রধারণ। বড় পরিসরে নির্মিত মিউজিক ভিডিও সহ গানটি প্রকাশিত হচ্ছে নতুন বছরে শুরুতেই।

গানটি প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, জনপ্রিয় শিল্পীদের মধ্যে অনেকেই আমার সুরে নিয়মিত গান করছেন। তবে নতুনদের নিয়ে কাজ করতে সবসময়ই আনন্দ বোধ করি। নতুন শিল্পী তাহান খানকে সাথে নিয়ে আমার গাওয়া "হাবিবি" গানটি আশা করি সবার ভালো লাগবে।

সুরকার হিসেবে কাজ করার পাশাপাশি এখন থেকে নিজের কন্ঠেই নিয়মিত গাইবেন প্রীতম। আধুনিক মিউজিক ও ভিন্ন আঙ্গিকে বাংলা গানকে তুলে ধরতে বড় পরিসরে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ততার কথাও জানালেন ভক্তদের।

এ সম্পর্কিত আরও খবর