সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে সমালোচিত হয়েছেন জয়া আহসান। সেই রেশ না কাটতেই আবার আলোচনায় দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এবার আর সমালোচনা নয়! ফুরফুরে মেজাজে সবজির বাগানে হাসিখুশি জয়ার প্রশংসায় ভাসছেন নেটিজেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি রিল শেয়ার করেছেন জয়া। শীতের সকালের মিষ্টি রোদের সঙ্গে জয়া আহসানের মিষ্টি মুখের হাসি। সাধাসিধে রূপে কাঁচি হাতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন সবজি কাটতে। ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, ওলকপি, লাল শিম সহ নানান তাজা সবজি নিজের হাতে কাটছেন তিনি। সঙ্গে ঘুরে ঘুরে পুরো বাগান দেখাচ্ছেন দর্শককে।
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের টিশার্টের সাথে জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরে আছেন তিনি। মাথায় উঁচু করে বাধা ঝুটি এবং পায়ে লাল রঙের স্পঞ্জের স্যান্ডেল। পটু হাতে বাগান থেকে কেটে নিচ্ছেন তাজা সবজি। সঙ্গে রয়েছে তার পোষা কুকুরও। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন,‘হাতে ময়লা, মাথার উপর রোদ, হৃদয় প্রকৃতির কাছে। চাষের জীবনই সর্বশ্রেষ্ঠ।’
এই পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই জয়ার এই রূপ পছন্দ করে মন্তব্য করেছেন। বিশেষ করে তার হাসি এবং সরলতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন বলেন,‘এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো আপু।’ আরেকজন বলেছেন,‘ আপনি সত্যিই ভাগ্যবতী। এরকম তাজা সবজি খেতে পারছেন, বাজার থেকে কিনতে হচ্ছে না।’
ফেসবুকে একজন মন্তব্য করেন,‘সেলিব্রিটি কৃষানি ভালো লাগছে। প্রিয় শুভ কামনা তোমার জন্য।’ আরেক ভক্ত বলেন,‘খুব সুন্দর লাগলো ....বেগুন গাছের তলায় পাহারাদার (কুকুর)টি বেশ মজার!’