দেখে নিন নাগা চৈতন্য-শোভিতার গায়ে হলুদের ছবি

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-30 17:14:32

গত চার বছরের প্রেমকে স্বীকৃতি দিতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি। তার আগেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গতকাল (২৯ নভেম্বর) থেকে।

এদিন একেবারে দক্ষিণী রীতি অনুযায়ী গায়ে হলুদ সারলেন এই জুটি। হয়েছে মঙ্গলস্নানও। জুটির বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। ছবি নিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি। একটি ছবিতে দেখা যায়, পাশাপাশি বসে নিয়ম পালন করছেন শোভিতা ও নাগা। লাল শাড়ি আর সাবেকি গহনা পরেছেন শোভিতা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবিতে সেজেছেন নাগা চৈতন্য। তাদের চারপাশে পরিবারের সদস্যরা।

শোভিতা ধুলিপালার গায়ে হলুদ

অন্য একটি ছবিতে দেখা যায়, নাগা চৈতন্য-শোভিতার শরীরে ফুলের বৃষ্টি। অন্য একটি ছবিতে শাড়িতে দেখা যায় শোভিতাকে। বড় একটি পাত্রের মধ্যে বসে আছেন তিনি। পরিবারের লোকজন ফুল আর পানি ঢালছেন তার ওপর।

এ ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “নাগা চৈতন্য-শোভিতার গায়েহলুদ।” তা ছাড়াও এসব স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নাগা চৈতন্যর বিয়ের নজরকাড়া এসব মুহূর্ত দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।

গায়ে হলুদের অনুষ্ঠানে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা

আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করবেন নাগা চৈতন্য ও শোভিতা। পারিবারিক সূত্রে প্রাপ্ত অন্নপূর্ণা স্টুডিওতে বসবে বিয়ের আসর। সেখানে বিশেষভাবে তৈরি করা হবে মণ্ডপ। আর সেখানেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অনুষ্ঠান সভাস্থলের খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি এখনও।

নাগা-শোভিতার বিয়ের দিন-তারিখ নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে তাদের বিয়ের কার্ড অন্তর্জালে ভাইরাল হয়। তাতেও বিয়ের দিন ৪ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগা কিংবা শোভিতা।

শোভিতা ধুলিপালার গায়ে হলুদ

নন্দিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন।

এ সম্পর্কিত আরও খবর