যে লক্ষ্য নিয়ে এক ফ্রেমে এতো তারকা!

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-19 19:03:05

দেশের একঝাঁক জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে হয়ে গেলো বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন।

বাংলাদেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার এর সৌজন্যে আজ (১৯ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো পরিবেশে তারকাখচিত অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

শাকিব খানের ব্র্যান্ড হারল্যানের পন্য টাইলক্সের অ্যাম্বাসেডর হয়েছেন সিয়াম আহমেদ

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার আয়োজিত তারকাদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটিতে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ। এছাড়াও এই আয়োজনের সঙ্গে একমত পোষন করে হাজির হন প্রখ্যাত তারকা অপি করিম, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা, কোনাল ও প্রীতম হাসান, টেলিভিশনের প্রিয় মুখ সারিকা সাবরিন, শবনম ফারিয়া, রুকাইয়া জাহান চমক, শাহতাজ মুনিরা হাশেম, মিম মানতাশা, সেমন্তী সৌমি ও মৌসুমী মৌ।

আজ এই শাড়িতে মঞ্চ আলোকিত করেন অপি করিম

এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় এই ক্যাম্পেইন।

‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’- স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের কাজে।

সারিকা সাবরিন

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের প্রধাণ আকর্ষণ ছিলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তিনি বলেন, ‘রিমার্ক-হারল্যান সবসময়ই গণমানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দেয়। তারই ধারাবাহিকতায় টাইলক্সের এই উদ্যোগ, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে করা তাদের এই কার্যক্রমের মাধ্যমে শুধু স্বাস্থ্যসম্মত টয়লেটই নির্মাণ হবে না বরং এটি সাধারণ মানুষের মাঝে হাইজিন সম্বন্ধে সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।’

পূজা চেরী

রিমার্ক-হারল্যানের ক্যাটেগরি হেড, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার মারুফুর রহমান বলেন, ‘‘দেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স নিয়ে এসেছে ‘টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইন’ যার মাধ্যমে আমরা সবার মাঝে এক শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। সমাজের অবস্থাসম্পন্ন মানুষেরা সুবিধাবঞ্চিতদের কল্যাণে এগিয়ে এসে সম্প্রীতির এক দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবেন টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে। তাই এটি আসলে নিছক কোন ক্যাম্পেইন নয়, এটি একটি সামাজিক উদ্যোগ ।’’

বিদ্যা সিনহা মিম

সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে টাইলক্সের ‘হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনটি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন সবাই।

এ সম্পর্কিত আরও খবর