গত মাসেই জনপ্রিয় মার্কিন সাময়িকী ভ্যারাইটি প্রতিবেদন প্রকাশ করে, প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের গানের স্বত্ব পেতে ৫০ কোটি ডলারও খরচ করতে রাজি সনি মিউজিক।
এবার ভ্যারাইটি জানালো, সনি মিউজিকের কাছেই গানের স্বত্ব বিক্রি করেছে পিংক ফ্লয়েড। ৪০ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা) এই স্বত্ব বিক্রি হয়েছে বলে নিশ্চিত হয়েছে চলচ্চিত্রবিষয়ক ভ্যারাইটি। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি দামে গানের স্বত্ব বিক্রির চুক্তিগুলোর একটি এটি।
জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গান থাকলেও গানের কথার স্বত্ব আছে ব্যান্ডের কাছেই।
গানের স্বত্ব বিক্রি বিষয়ে মন্তব্য জানতে সনি মিউজিকের প্রতিনিধি বা পিংক ফ্লয়েডের গিটারিস্ট ডেভিড গিলমোরের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।
পিংক ফ্লয়েডের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৫ সালে। মূলত প্রগ্রেসিভ রক, সাইকাডেলিক রক ও ব্লুজ রক ঘরানার গান করে ব্যান্ডটি। পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে।