আগামী ২৪ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এখানেই বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।
কিন্তু এ বছর উপস্থাপক ছাড়াই হবে অস্কার অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে এবিসি নেটওয়ার্ক এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেসের মুখপাত্র।
গত দুই বছর অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন জিমি কিমেল। কিন্তু এ বছর তার পরিবর্তে ঘোষণা করা হয়েছিলো কমেডিয়ান কেভিন হার্টের নাম।
কিন্তু সমকামি-ভীতি নিয়ে টুইট করে বিতর্কে জড়িয়ে গত ডিসেম্বরে কেভিন হার্ট নিজের নাম প্রত্যাহার করে নেন। এরপর উপস্থাপক হিসেবে অন্য কারও নাম ঘোষণা করা হয়নি। যার ফলে এবারের অস্কারে উপস্থাপক হিসেবে থাকছেন না কেউ। ৯১ বছরের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা দেখা যাবে। এর আগে ১৯৮৯ সালেও ঘটেছিলো একই ঘটনা। সেসময়ও উপস্থাপক ছাড়া হয়েছিলো অস্কার অনুষ্ঠান।