বিশ^ সঙ্গীতের অন্যতম জনপ্রিয় নাম সেলেনা গোমেজ। তবে বর্তমানে অভিনয়ে মনোনিবেশ করেছেন এই তারকা। কিছুদিন আগে যুক্ত হয়েছেন মার্কিন গায়িকা লিন্ডা রনস্ট্যাডের বায়োপিকে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
ধারণা করা হচ্ছে এবারের অস্কারেও থাকবে সেরা অভিনেত্রী ক্যাটাগরীতে মনোনয়ন। পুরস্কার পেয়ে গেলেও অবাক হবার কিছু নেই। কেননা, এ বছরেই কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য।
শুধু তাই নয়, তিনি যে এ সময়ে ভক্তদের কাছে সবচেয়ে জনপ্রিয় তারকা তা বোঝা যায় তার ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা দেখলে। পৃথিবীর তাবত শোবিজ তারকাদের মধ্যে সেলেনা গোমেজের অনুসারী সংখ্যাই সবচেয়ে বেশি (৪২৪ মিলিয়ন)। তিনি শুধু পিছিয়ে আছেন দুজন স্পোর্টস তারকা লিওনেল মেসির (৫০৪ মিলিয়ন) আর ক্রিশ্চিয়ানো রোনালদো (৬৩৮ মিলিয়ন) থেকে।
এবার জীবনের নতুন সাফল্য পেলেন সেলেনা। বিলিয়নিয়ার তারকাদের অত্যন্ত এলিট ক্লাবে উঠে এলো এই তারকার নাম। জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী, অভিনেত্রী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ারের তালিকায় সম্প্রতি জায়গা করে নিয়েছেন।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার অর্থাৎ ১৩০০ কোটি ডলার।
ছোটবেলায় বার্নি এবং ডিজনি চ্যানেলের তারকা হিসেবে খ্যাতি অর্জন করা সেলেনা গোমেজের বিপুল সম্পদের বেশিরভাগই এসেছে তার রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে। যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি। এই ব্র্যান্ডের সাফল্য তাকে টেইলর সুইফট, রিহানা এবং কাইলি জেনারের মতো কনিষ্ঠ স্বনির্ভর নারী ধনীদের তালিকায় নাম লিখিয়েছে।
এছাড়াও সেলেনা গোমেজ মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডারমাইন্ড-এ বিনিয়োগ করার পাশাপাশি সংগীত, অভিনয়, সম্পত্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং পার্টনারশিপ থেকে বিভিন্ন উপায়ে আয় করেন।
ব্লুমবার্গের তথ্য মতে, লুই ভুটোন, কোচ এবং পুমার মতো ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট চুক্তি থেকে গোমেজ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। তিনি হুলুর জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য প্রতি সিজনে কমপক্ষে ৬ মিলিয়ন ডলার আয় করেছেন। এই সিরিজটি সম্প্রতি পঞ্চম সিজনের জন্য নবায়ন করা হয়েছে।
সেলেনা গোমেজের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘সিঙ্গেল সুন’। এটি গেলো বছর প্রকাশ হয়েছিল।