ভেনিসে স্বর্ণসিংহ ‘দ্য রুম নেক্সট ডোর’-এর, সেরা অভিনেত্রী নিকোল

হলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-09-08 15:06:22

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরকে বলা হচ্ছিল সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন। কেননা এবার যে পরিমাণ বড় বড় তারকার মিলনমেলা ঘটেছিলো তা নিকট অতিতে দেখা যায়নি। অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে লেডি গাগা, জোকাকিন ফিনিক্স, জুলিয়ান মুর, টিলডা সুইনটন, ব্র্যাড পিট, কেট ব্ল্যানচেট,নিকোল কিডম্যানসহ অনেক বিশ্বসেরা হলিউড তারকার জৌলুসে রেড কার্পেট হয় আলোকিত।

শুধু তাই নয়, উৎসবের ৮১তম আসরে সেরা পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জেতার লড়াইটা ছিলো হাড্ডাহাড্ডি। মনোনয়ন পেয়েছিলো ২১টি সিনেমা। যার মধ্যে ছিলো প্রখ্যাত সব নির্মাতাদের সিনেমা।

টড ফিলিপস নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত ‘জোকার: ফলি আ ডিউ’, ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো পরিচালিত ড্যানিয়েল ক্রেগ অভিনীত সিনেমা ‘কুইয়ার’,প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে নির্মিত অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত চিলিয়ান নির্মাতা পাবলো লরেইনের সিনেমা ‘মারিয়া’, জাস্টিন কারজেল পরিচালিত জুড ল অভিনীত মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’-এর মতো ছবি।

স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভারের হাতে স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন)

তবে সবাইকে পেছনে ফেলে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। ‘দ্য রুম নেক্সট ডোর’ ইংরেজি ভাষার ছবি। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। সেই সিনেমা জিতে নিল ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। এ ছবিতে অভিনয় করেছেন টিলডা সুইন্টন ও জুলিয়ান মুরের মতো প্রখ্যাত হলিউড অভিনেত্রী। উৎসবে প্রিমিয়ারের পর ১৭ মিনিট ধরে স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল সিনেমাটি।

পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় আলমোদোভার বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটি ইংরেজিতে আমার প্রথম চলচ্চিত্র...তবে আত্মাটি স্প্যানিশ।’

ভেনিসের রেড কার্পেটে স্বর্ণসিংজয়ী ‘দ্য রুম নেক্সট ডোর’-এর পরিচালক পেড্রো আলমোদোভারের সঙ্গে দুই অভিনেত্রী টিলডা সুইন্টন ও জুলিয়ান মুর

রৌপ্যসিংহ বা সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছে ব্র্যাডি করবেট। এই পুরস্কার তিনি পেয়েছেন ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোন্স।

আসরে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘দ্য কোয়াইট সন’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ভিনসেন্ট লিন্ডনের হাতে।

সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে মৌরা ডেলপেরোর ‘ভারমিগ্লিও’। 

ভেনিসের  রেড কার্পেটে ‘বেবিগার্ল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী নিকোল কিডম্যান

৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে এবার প্রধান জুরির দায়িত্ব পালন করেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। গত ২৮ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব।

এ সম্পর্কিত আরও খবর