বেস্ট ফ্রেন্ড কাজলকে নিয়ে ঠাট্টা করলেন করণ!

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-09 16:30:23

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগন। এক দিকে পেশাগত জীবন, অন্য দিকে পরিবার ও সন্তান- দুটোকেই দারুণভাবে সামলেছেন তারা। সম্প্রতি বলিউডের প্রখ্যাত নির্মাতা করণ জোহরের সঙ্গে একটি কথোপকথনে অজয়ের সঙ্গে দাম্পত্যের কথা তুলে ধরলেন কাজল। স্ত্রী হিসাবে কখনও নিরাপত্তাহীনতার অনুভূতি হয়নি, সাফ জানালেন অভিনেত্রী।

দু’জনের ব্যক্তিত্ব ভিন্ন হলেও জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি স্পষ্ট তাদের কাছে। পরিবার তাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। এ জুটির মাঝখানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে বিশ্বস্ততা। প্রথম থেকেই স্থির ছিল, তারা লম্বা জীবন কাটাবেন একসঙ্গে। এই প্রসঙ্গে কাজল বললেন, ‘আমরা দুজনেই কাজ করতে চেয়েছি। পাশাপাশি পারিবারিক জীবনে কোনও খামতি রাখতে চাইনি।’

করণ জোহর, কাজল ও অজয় দেবগন

কাজলের কথার মাঝে করণ বলেন, ‘তোমাকেও সামলান অজয়। তুমি তো প্রেশার কুকার। যে কোনও সময় বিস্ফোরণ ঘটাতে পারো!’ বেস্ট ফ্রেন্ডের এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন কাজল।

এর পরে করণ জিজ্ঞেস করেন, ‘ইন্ডাস্ট্রিতে কার সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে চাও?’ প্রশ্নের জবাবে কাজল বললেন, ‘আমার স্বামী! ওর সঙ্গে সময় কাটাতেই পারি না। আমি ওকে রোম্যান্টিক ডেটে নিয়ে যেতে চাই।’ ইন্ডাস্ট্রিতে সবথেকে আবেদনময়ী অভিনেতা কে?

কাজল ও করণ জোহর

করণের প্রশ্ন শুনে কাজল আবারও জানান, তার স্বামী। জবাব শুনে করণ ঠাট্টা করলেন, ‘ভাল হোক বা খারাপ! আমার স্বামী দেবতা!’ কাজলও নাছোড়বান্দা! বললেন, ‘এ রকম কোনও ব্যাপার নেই। আমার ভাল লাগে অজয়কে। ওকেই সবচেয়ে আবেদনময় মনে হয় আমার।’

এ সম্পর্কিত আরও খবর