বাংলাদেশে শিয়া-সুন্নি লড়াইয়ের ইঙ্গিত পাচ্ছেন কঙ্গনা!

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-07 15:54:35

ভারতকে এখন ‘আন্তর্জাতিক বাহিনী’ ঘেরাও করেছে বলে দাবি করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তিনি বলেন, কারণ বাংলাদেশ আর বন্ধু নয়। সরকারের উচিত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটি জানিয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার একদিন পর সাংবাদিকরা তাকে প্রতিবেশী দেশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে বললে তিনি এ মন্তব্য করেন।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত বলেন, ‘বাংলাদেশের চলমান সমস্যা সব মুসলিম রাষ্ট্রের বৈশিষ্ট্য বহন করে। যেখানে সর্বদা অন্যান্য ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়। এ ধরনের পরিস্থিতি সব ইসলামী প্রজাতন্ত্রে কোনো না কোনো সময়ে তৈরি হয়।’

এরপর কঙ্গনা পরোক্ষভাবে ব্রিটেনে অভিবাসী বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, ‘‘সেখানে রাস্তায় খ্রিস্টানদের ওপর হামলা করা হচ্ছে। মুসলিম রাষ্ট্রে সবসময়ই অন্য ধর্মকে ‘শেষ করার’ চেষ্টা করা হয়। যখন তা ঘটে, তখন শিয়া ও সুন্নিদের মধ্যে মারামারি হয়।’’

কঙ্গনা রানাউত

বাংলাদেশের মন্দিরে জনতার আক্রমণের ঘটনা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘ছাত্রদের বিক্ষোভের পর হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করার পরেও সেখানে সহিংসতা অব্যাহত। যারা দেশকে বিপথগামী করছে এবং দেশকে আন্তর্জাতিক শক্তির কাছে বিক্রি করতে চায় এবং যারা তাদের জন্য ভোট দিচ্ছে তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত।’

এ সম্পর্কিত আরও খবর