বিনোদন জগতের মানুষরা সমাজে শৈল্পিক চিন্তা আর পজিটিভিটি ছড়িয়ে দেন, সুন্দরের চর্চা করেন। আর সৌন্দর্য্যরে প্রসঙ্গ আসলে নারী তারকারা স্বাভাবিকভাবেই এগিয়ে থাকেন বলেই এতো মানুষ তাদের ভক্ত। তাইতো যে কোন দিবসকে স্পেশ্যাল করতে নায়িকাদের জুড়ি নেই। আর তা যদি হয় লিপস্টিকের মতো নারীর পছন্দের অনুষঙ্গ তাহলে তো কথাই নেই।
বর্তমানে শুধু নায়িকারাই নন, যে কোন শহরের বেশিরভাগ নারীই লিপস্টিক না পরে ঘর থেকে বের হন না। তাই আজ লিপস্টিক দিবসকে (২৯ জুলাই) যে নারীরা স্পেশ্যাল করে তুলবেন সে তো বলাই বাহুল্য!
বলিউডের নামকরা নায়িকারাও মেতে উঠেছেন লিপস্টিক দিবস উদযাপন করতে। ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, সারা আলি খানসহ অনেক নায়িকারা রয়েছেন সেই তালিকায়।
এই নায়িকারা ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিকে রাঙানো ঠোটের ছবি পোস্ট করেছেন ভক্তদের জন্য।
বলিউড কাম হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সব সময় তার চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। লিপস্টিক ব্যবহারে তিনি পটু। তিনি লিপস্টিক দিবস উপলক্ষে ধূসর রঙের ছোঁয়ায় ঠোঁট রাঙানো ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
লিপস্টিকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী তারকা ঐশ্বরিয়া রাই যেন তুলনাহীনা। লিপস্টিক দিবসে তিনি তো আর চুপ থাকার পাত্রী নন। তিনি প্রকাশ করেছেন বেগুনি রঙে ঠোঁট রাঙানো ছবি।
বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন মেরুন রঙের লিপস্টিক দেওয়া ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। তার এ ছবি অনুরাগীরা বেশ পছন্দ করেছে-তা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে।
বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সারা আলি খান অন্যতম। আজকের লিপস্টিক দিবস উপলক্ষে নীল রঙের লিপস্টিকে সাজার ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। তার এ ছবি দেখে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করছেন।
বলিউডের নায়িকাদের মধ্যে ফ্যাশন আইকন বলা হয় সোনম কাপুরকে। ফলে লিপস্টিক দিবসের মতো উপেলক্ষ্যে তিনি ছবি পোস্ট করবেন না তাকি হয়? এই অভিনেত্রী তার ইন্সটাগ্রামে গাঢ় পোড়ামাটি রঙের লিপস্টিক পরা ছবিটি শেয়ার করেছেন।