হলিউডের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ পুরস্কার জিতলো সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’। চলচ্চিত্রে সম্মিলিত অভিনয় বিভাগে সেরা হয়েছে এটি। রোববার (বাংলাদেশ সময় সোমবার সকাল) জমকালো আয়োজনে ২৫তম এসএজি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের প্রাধান্য ও আফ্রিকান সংস্কৃতি নিখুঁতভাবে তুলে ধরায় গত বছর দর্শক-সমালোচক সবার ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। সবাইকে চমকে এসএজি অ্যাওয়ার্ডস জিতে অস্কারের দৌড়ে অনেকখানি এগিয়ে গেলো ছবিটি। এতে অভিনয় করেছেন চ্যাডউইক বোসম্যান, মাইকেল বি জর্ডান, লুপিটা এন’ইয়োঙ্গো, লেটিটিয়া রাইট, অ্যাঞ্জেলা ব্যাসেট, স্টারলিং কে. ব্রাউন, ফরেস্ট হুইটেকার, ড্যানিয়েল কালুইয়া, উইনস্টন ডিউক, ডানাই গুরিরা, মার্টিন ফ্রিম্যান ও অ্যান্ডি সার্কিস।
এসএজি অ্যাওয়ার্ডসে সম্মিলিত স্টান্ট বিভাগেও সেরা হয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। তবে সম্মিলিত অভিনয় বিভাগে ফেভারিট ছিল ব্র্যাডলি কুপার ও লেডি গাগা অভিনীত ‘অ্যা স্টার ইজ বর্ন’। ছবিটি কোনও পুরস্কারই পায়নি এসএজি অ্যাওয়ার্ডসে।
‘দ্য ওয়াইফ’ ছবিতে নিবেদিতপ্রাণ স্ত্রীর চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন গ্লেন ক্লোজ। ‘বোহেমিয়ান র্যাপসোডি’তে কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রামি মালিক। তারা দু’জনই আমেরিকান।
হলিউড অভিনয়শিল্পীদের বৃহৎ ইউনিয়নের ভোটে এসএজি অ্যাওয়ার্ডস দেওয়া হয়। তাদের অনেকেই অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভোটার। আগামী ২৪ ফেব্রুয়ারি ৯১তম অস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত ২৩ বছরে এসএজি অ্যাওয়ার্ডসের সেরা সম্মিলিত অভিনয় বিভাগে মনোনয়ন না পেয়েও অস্কারে বাজিমাত করেছে মাত্র একটি চলচ্চিত্র। সেটি হলো গত বছরের ফ্যান্টাসি প্রেমের ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’। এবারও এর পুনরাবৃত্তি ঘটতে পারে।
কারণ সম্মিলিত অভিনয় বিভাগে অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত কয়েকটি ছবিকে উপেক্ষা করেছে এসএজি। এর মধ্যে রয়েছে স্প্যানিশ ভাষায় নির্মিত ‘রোমা’, ব্রিটিশ ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘দ্য ফেভারিট’ ও গোল্ডেন গ্লোবসে সেরা কমেডি ছবির পুরস্কার জয়ী ‘গ্রিন বুক’।
এসএজি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরশালা আলি। ‘গ্রিন বুক’ ছবিতে ষাটের দশকের কৃষ্ণাঙ্গ জ্যাজ পিয়ানো বাদক ডন শির্লে চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছে ব্রিটিশ তারকা এমিলি ব্লান্ট। ‘অ্যা কোয়াইট প্লেস’ ছবির সুবাদে এই পুরস্কার উঠেছে তার হাতে।
টেলিভিশন বিভাগে আমাজন প্রাইমের ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’ রাজত্ব করেছে এসএজি অ্যাওয়ার্ডসে। সেরা কমেডি সিরিজ, সেরা অভিনেতা (টনি শ্যালহাউব), সেরা অভিনেত্রী (র্যাচেল ব্রসনাহান) ও সেরা সম্মিলিত কমেডি অভিনয়ের পুরস্কার জিতেছে এটি। ড্রামা সিরিজে সেরা সম্মিলিত অভিনয় বিভাগে সেরা হয়েছে এনবিসি নেটওয়ার্কের ‘দিস ইজ আস’। আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান টিভি তারকা অ্যালান অ্যালডা।
সূত্র: এনডিটিভি