বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন পায় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। শুধু কান নয়, এই সিনেমাটি বিশ্বের বিভিন্ন বড় চলচ্চিত্র আসরে প্রশংসা কুড়ায়। আর এই ছবিতে অভিনয় করেই আজমেরী হক বাঁধন ক্যারিয়ারের নতুন মোড়ে পর্দাপণ করেন।
সেই সিনেমা নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি পরিচালক সাদের। তবে, শোনা যাচ্ছে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন এই নির্মাতা।
তবে সেই সিনেমা বড়পর্দার জন্য নয়, নির্মিত হচ্ছে ওটিটি প্লাটফর্মের জন্য। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে বলে একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে। এতে অভিনয় করছেন নাটক ও সিনেমার একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।
ঘনিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করেছেন ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষি ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। শুধু তাই নয়, এতে দেখা যাবে এক চিত্রনায়ককেও। তবে আপাতত নির্মাতা থেকে শিল্পী কেউই এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ।