গত বছরের সবচেয়ে আলোচিত নাটক ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব আর নতুন প্রজন্মের প্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘পথে হলো দেরী’। নাটকটি যেমন ইউটিউবে ভিউয়ের দৌঁড়ে এগিয়েছিল, তেমনি রূচিশীল দর্শকেরও প্রশংসা কুড়িয়েছে।
নাটকে বাজিমাতের পর এই জুটি এবার আসছেন ওটিটির পর্দা কাঁপাতে। শিগগিরই তাদের দেখা যাবে দীপ্ত প্লে’র জন্য নির্মিত ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’-এ। এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বকে নাম ভূমিকায় দেখা যাবে। এরইমধ্যে প্রযোজনা সংস্থা তার একটি লুক প্রকাশ করেছেন। তাতে গোফওফালা অপূর্বকে পেশার গাম্ভির্যের সঙ্গে দারুণ মানিয়েছে।
তটিনীকেও সাদামাটা আটপৌরে সুতি শাড়িতে বেশ জীবনঘনিষ্ট মনে হচ্ছে। অপূর্ব-তটিনী ছাড়াও এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ওটিটিতে দারুণ সব পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করা অভিনেতা ইন্তেখাব দিনার।
আগামী ২৪ ফেব্রুয়ারি দীপ্ত টিভি কার্যালয়েই ছবিটির প্রিমিয়ার শো হবে।