আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন হিরো আলম। এমন একটি সংবাদ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মিথ্যা সেই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম।
এ বিষয়ে বুধবার (৯ জানুয়ারি) দুপুরে বার্তা২৪কে তিনি বলেন, ‘আমার নামে বিভিন্ন গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করছে। উপজেলা নির্বাচন নিয়ে সংবাদটি মিথ্যা, আমি সংবাদটির প্রতিবাদ জানাই। এর আগেও ঐ পত্রিকা আমাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।’
হিরো আলম বলেন, ‘এক মাস হতে চলছেে একাদাশ জাতীয় নির্বাচনের অংশ নিয়েছিলাম আমি। নানারকম ষড়যন্ত্রের কারণে সেখানে আমি ফেল করেছি। তাই বলে আমি আবার উপজেলা পরিষদ নির্বাচন করবো? এটা কখনো হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম এর আগেও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তাদের পাঠক বাড়িয়েছে, এখনো সেটা করছে। আমি এসব সংবাদের প্রতিবাদ জানাই।
হিরো আলম বলেন, ‘আমি এবার এমপি হতে পারিনি, তাতে কি আমি মন্ত্রী হবার স্বপ্ন দেখি। আমি কি নিচে নেমে উপজেলা পরিষদ নির্বাচন করতে পারি?’
উল্লেখ্য, নির্বাচন কমিশনকে (ইসি) হাইকোর্ট দেখানো হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা নিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর অভিযোগ এনে, নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার ওই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।