তরুণ চলচ্চিত্র নির্মাতা নাঈম হক ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফ্যাস্টিভাল-২২ এর এবারের আসরের জুরির দায়িত্ব পালন করবেন।
আগামী নভেম্বর মাসের ২৫ তারিখ কলকাতার রায়তীর্থ মুক্ত মঞ্চে চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের প্রায় ৩৫ টি দেশের ৫০০ টি চলচ্চিত্র থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হবে।
জুরি নির্বাচিত হওয়া বিষয়ে নাঈম হক বলেন, “চলচ্চিত্র উৎসবে কাজ করা সবসময়ই রোমাঞ্চকর, কারণ সেখানে বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার চলচ্চিত্র জমা পড়ে। একসাথে এতো চলচ্চিত্র দেখা এবং তার মূল্যায়ন করা একজন তরুণ নির্মাতা হিসেবে গর্বের।”
নাঈম হক গতবছর ভারত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এর জুরির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশ বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে নিয়মিত কাজ করে যাচ্ছেন।