জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর কাজ মানেই ভিন্ন কিছু। নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
তানিম রহমান অংশু এ প্রসঙ্গে বলেন, কিছুদিন পর সিনেমাটির কাজ শুরু করব। একটি সত্য ঘটনা অবলম্বনে একটা ওয়েব সিরিজ শুরু করতে যাচ্ছি। বলা যায়, বড় ক্যানভাসেই এটি নির্মিত হবে। অপূর্ব, তমা ছাড়া আরও ২০ জন শিল্পী থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। মূল চরিত্র ছাড়াও এখানে আরও অনেক অভিনয় শিল্পীকে দেখা যাবে। এক কথায়, এতে সব মিলিয়ে ৫৬ জন শিল্পীকে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর এর শুটিং শুরু হবে।
স্বনামধন্য এক ওটিটি প্লাটফর্মের জন্য এটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা যায়। আলফা আইয়ের ব্যানারে সিরিজটি নির্মাণ করবেন তিনি।