ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৮১ বছর বয়সী সঙ্গীতশিল্পী শনিবার (৩০ জুলাই) রাতে কলকাতায় নিজ বাড়িতে মারা যান ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শনিবার রাতে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি।
তার ব্যক্তিগত চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নির্মলা অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তিনবার হৃদরোগে আক্রান্তও হয়েছেন। তিন-চার দিন আগে অসুস্থতা হঠাৎই বাড়ে। গত বৃহস্পতিবার তার রক্তচাপ বেশ খানিকটা কমে যায়।
কিন্তু তিনি আর হাসপাতালে যেতে চাইছিলেন না। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তার। রাতে তিনি মারা যান।
নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম- এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে... ইত্যাদি।