চলচ্চিত্রের গুণী পরিচালক শিল্পী চক্রবর্তী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সম্পাদনা পরিষদের সভাপতি আবু মুসা দেবু। তিনি জানান, শিল্পী চক্রবর্তী ব্রেইন স্ট্রোক করেছেন। রবিবার বেলা ১১টায় তিনি স্ট্রোক করেন। তিনি ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো।
৬৯ বছর বয়সী শিল্পী চক্রবর্তী দুই ছেলের জনক এবং সংগীত পরিচালক ইমন সাহা ও দেবাশীষ বিশ্বাসের মামা। ‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’ তার নির্মিত সিনেমা।
তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার সূচনা করেন। পরবর্তীতে সিবি জামানের সহকারী হিসেবেও কাজ করেন।শিল্পী চক্রবর্তীর অসুস্থতার খবরে তাকে দেখতে ছুটে গিয়েছেন বেশ কজন নির্মাতা। তারা এই গুণী পরিচালকের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন।