বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ডিজনি প্লাসের ওয়েব সিরিজ ‘মিস মার্ভেল’-এ দেখা যেতে পারে ফারহান আখতারকে। অবশেষ সেই গুঞ্জনই সত্যি হলো। আর এই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন বলিউডের এই অভিনেতা ও তার স্ত্রী দু’জনেই।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের স্ক্রিনশর্ট নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ফারহানের স্ত্রী শিবানী। পরে সেই খবর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন ফারহান নিজেও।
মারভেল স্টুডিওর অধীনে নির্মিত এই ‘মিস মার্ভেল’ সিরিজে কোন ভূমিকায় দেখা যাবে ফারহানকে? তা অবশ্য এখনও জানা যায়নি। তবে খবরটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত ফারহান ভক্তরা। স্বামীর সাফল্যে গর্বিত শিবানীও।
বিষয়টি নিশ্চিত করে এক সাক্ষাৎকারে ফারহান জানান, ‘হ্যাঁ, আমি আছি। অস্বীকার তো করতে পারব না, এখন তো আর মিথ্যেও বলতে পারব না কারণ তারা নিজেরাই খবরটা প্রকাশ করেছেন।’
সিরিজে অভিনেত্রী ইমান ভেলানিকে কমলা খান ওরফে ‘মিস মার্ভেল’ চরিত্রে দেখা যাবে। এতে ফারহানের পাশাপাশি রয়েছেন বলিউড অভিনেতা ফাওয়াদ খানও। আগামী ৮ জুন শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।