ঈদে বিটিভিতে থাকছে তিন দিনের বিশেষ ‘ব্যান্ড শো’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:52:04

বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ ব্যান্ড শো। যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। তারা শোনাবেন তাদের শ্রোতাপ্রিয় গানগুলো।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় গাইবে ওয়ারফেইজ, চিরকুট, আর্ক, নোভা, বে অব বেঙ্গল, ব্ল্যাক, এভোয়েড রাফা ও শুভযাত্রা। এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফজলে আজিম জুয়েল।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় গাইবে রেনেসাঁ, সোলস, দলছুট, অবসকিউর এবং ফেরদৌস ওয়াহিদ ও তার দল। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। লুৎফর রহমানের প্রযোজনায় ঈদের তৃতীয় দিন গাইবে ব্যান্ডদল তরুন, লায়ন্স, ওয়ার্নিং ও সাবকনশাস।

এ সম্পর্কিত আরও খবর