যে কোন সময় বিয়ের তারিখ ঘোষণা করতে পারেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, বলিউড মহলে কান পাতলে নাকি এখন এমনটাই শোনা যাচ্ছে।
সম্প্রতি এই তারকা জুটি বিনা কান্নার সঙ্গে দেখা করেছেন। যার ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া।
এ প্রসঙ্গে এনডিটিভিতে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “আমাকে পাগলা কুকুর কামড় দেয়নি যে আমি মিডিয়ার কাছে আমার বিয়ের তারিখ ঘোষণা করবো। তবে আলিয়া এবং আমার দু’জনেরই ইচ্ছে আছে দ্রুত বিয়ে করার। আশা করছি শিগগিরই হয়ে যাবে।”
৪ বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। সম্প্রতি বেনারসে ছবিটির শুটিং শেষ করেছেন তারা।