বিয়ের পিঁড়িতে বসলেন গগন আরোরা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 00:42:03

বিয়ের বন্ধনে জড়ালেন অভিনেতা গগন আরোরা। দীর্ঘদিনের প্রেমিকা মুদিতার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা।

গত মাসে বিয়ের বন্ধনে জড়ালেও গগন এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সোমবার (২১ মার্চ)। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের দুটি ছবি শেয়ার করে দীর্ঘ একটি নোট লিখেছেন এই অভিনেতা।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাদের বিয়েতে কোন ছিলো না কোন ধুমধাম আয়োজন। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন তাদের জীবনের শুভ এই অধ্যায়টির শুরুর দিনে।

দীর্ঘ ওই নোটে একটি মজার কথাও শেয়ার করেছেন গগন। তিনি জানান, ১২ বছর আগে তিনি যখন মুদিতাকে প্রথমবার দেখেছিলেন তখনই তিনি তার বন্ধুদের বলেছিলেন এই মেয়েটিই তাদের ভাবী হবে।


সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত ‘ফেম গেম’ সিরিজটি। সেখানেই বলিউডের এই অভিনেত্রীর ছেলের চরিত্রে অভিনয় করেছেন গগন।

শিগগিরই গগনকে দেখা যবে ‘কলেজ রোম্যান্স’ নামের আরও একটি ওয়েব সিরিজে।

এ সম্পর্কিত আরও খবর