আমার অনেক আবেগ জড়িয়ে আছে: সুবাহ

সিনেমা, বিনোদন

কামরুজ্জামান মিলু, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 13:55:24

আসছে ২০ মে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। ছবির অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী নবাগত নায়িকা হুমায়রা সুবাহ। ছবিটি নিয়ে তাঁর প্রত্যাশা অনেক।

সুবাহ সিনেমাটি নিয়ে বার্তা২৪.কমকে বলেন, “এটা অনেক আবেগপ্রবণ একটা গল্পের ছবি। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে তা বুঝতে পারবেন। আমার বিশ্বাস, দর্শক ছবিটি দেখার পর কাঁদবেন। আর এটা আমার প্রথম অভিনীত সিনেমা। অনেক স্মৃতি, অনেক স্বপ্ন, আমার অনেক আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকের সিনেমাটি ভালো লাগবে।’

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি)-তে এ সিনেমার এক সংবাদ সম্মেলনে সিনেমার প্রযোজক সামসুজ্জামান রিমন, অভিনেতা-অভিনেত্রী সুবাহ, শিপন মিত্র, তানভীর তনু, পরিচালক রফিক শিকদার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, অভিনেত্রী অঞ্জনা, চিত্রনায়ক সাইমন সাদিক, জয় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। সেখানেই মূলত সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

‘বসন্ত বিকেল’ সিনেমায় আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

জানা যায়, অতিথি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে। পরিচালক রফিক শিকদার একই সঙ্গে এ সিনেমার গল্পকার, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্যকার।

এ সম্পর্কিত আরও খবর