সুরলোকে গমন করলেন বাঙালি দুই শিল্পী। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ হলো অধ্যায়, অপরদিকে মুম্বাইতে প্রয়াত বাঙালি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। সঙ্গীত জগতে দুই বাঙালির নক্ষত্রপতনে ভারতসহ পশ্চিমবঙ্গে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইতে সুরকার, সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।
অপরদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ কৃত্য সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ।
বুধবার বেলা ১২টায় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। শায়িত থাকবে বিকেল ৫টা পর্যন্ত। অপরদিকে রবীন্দ্র সদনের একতারা মুক্তমঞ্চে বাপ্পি লাহিড়ী প্রতিকৃতি রাখা হয়েছে। দুই শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন কলকাতাবাসী।
রবীন্দসদন থেকে ৫টার পর শুরু হবে সন্ধ্যার শেষ যাত্রা। একেবারে শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে চিরবিদায়ে জানানো হবে সকলের প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। দুই শিল্পীর প্রয়াণে বাংলায় নেমে এসেছে শোকের ছায়া।