বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজটিও সমানতালে সামলে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে তার প্রযোজিত একাধিক ছবি এবং ওটিটি ফিল্ম দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।
চমকপ্রদ তথ্য হলো- বলিউডের এই অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবার অ্যামাজন ও নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাল।
৪০০ কোটির চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্স ও অ্যামাজনের জন্য ছবি, সিরিজ তৈরি করবে আনুশকার প্রযোজনা সংস্থা।
আনুশকা শর্মা তার ভাই কর্নেশ শর্মার সঙ্গে যৌথ উদ্যোগে ‘ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজনা সংস্থার চালু করেছিলেন।
অ্যামাজন ও নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি প্রসঙ্গে কর্নেশ জানিয়েছেন, দুটি ওটিটি প্ল্যাটফর্মে তাদের প্রযোজনা সংস্থার তৈরি ৮টি ছবি মুক্তি পাবে। সিনেমা এবং সিরিজে নাম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নেটফ্লিক্সের তরফে জাানা গিয়েছে, আপাতত অনুশকার তিনটি ছবি মুক্তি পাবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে। যদিও অ্যামাজন প্রাইমের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
২০১৫ সালে ‘এনএইচ১০’ সিনেমা দিয়ে পথচলা শুরু হয় অনুশকার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’র। এরপর এই প্রযোজনা সংস্থার প্রযোজিত ‘পরী’, ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে।
বর্তমানে ‘মায়’, ‘কোয়ালা’ ওয়েব সিরিজ এবং ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদে এক্সপ্রেস’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।