মিজানুর রহমান বেলালের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে আল হাজেনের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ওয়েবফিল্ম ‘আলপিন’। এতে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ববি ও আনিসুর রহমান মিলন। সম্প্রতি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হন এর অভিনয়শিল্পীরা।
আনিসুর রহমান মিলনের চরিত্রটি পুলিশের। তিনি বলেন, “এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। দিনশেষে সবাই তো আসলে ভালো গল্প, সেই গল্পের ছোঁয়া আসলে এই ফিল্মটিতে থাকতে। বেঙ্গল মাল্টিমিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ভালো একটি গল্পই পেতে যাচ্ছে দর্শক।”
চিত্রনায়িকা ববির চরিত্রটি সাংবাদিকের। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। চরিত্রের পুরোটা বলতে চাচ্ছি না এখনই। শুধু এতোটুকুই বলব সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং চরিত্র। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে পারবো আশা করছি।”
ওয়েব ফিল্মটির পরিচালক আল হাজেন জানান, খুব শিগগিরই শুরু হচ্ছে এর নির্মাণ কাজ।