মা হারালেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী। তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। ১৭ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, মৃত্যুকালে মায়ের পাশেই ছিলেন তিনি ও তার ভাইবোন ও তাদের সন্তানেরা।
সুমী জানান, প্রায় চারবছর ধরে জরায়ূ মুখ ক্যানসারে ভূগছিলেন তার মা শেলী মকবুল।
ফেসবুকে সুমী লেখেন, “আযান পড়ছিল। আমার মা তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তাঁর শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তাঁর চাওয়া কবুল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ূ মুখ ক্যানসারের সাথে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন।”
“যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।”
রাজধানীর নিকেতনে মায়ের সঙ্গেই থাকতেন সুমী। চিরকুট ব্যান্ডের সূত্রে জানা যায়, নিকেতন বড় মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। এরপর মরদেহ নিয়ে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে রওনা করেছেন পরিবারের সদস্যরা। সেখানে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।