ফের করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তথ্যটি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। গতকাল (১৬ জানুয়ারি) নিলফামারী থেকে নূরসহ একসঙ্গেই ফিরেছেন তিনি।
তিনি জানান, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেয়ার আগে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করতে গিয়েই তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বর্তমানে তিনি একটি হাসপাতালে ভর্তি আছেন।
অনিমেষ আইচ বলেন, “ওনার সঙ্গে একটি কাজের বিষয়ে আলাপ করতে নিলফামারি গিয়েছিলাম। ওনার সঙ্গেই থেকেছি। কোন উপসর্গ ছিল না। উনি এলাকার কাজেই নিলফামারিতে ছিলেন। জনসমাবেশ করেছেন। আমরা একসঙ্গেই ফিরেছি।”
এদিকে তুহিন হাসানের পরিচালনায় আজ ১৭ জানুয়ারি থেকে ‘পোর্ট্রেট’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। নির্মাতা তুহিন হাসান জানান, আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার খবরে শুটিং বাতিল করা হয়েছে। তিনি সকলের কাছে এ অভিনেতার সুস্থতা কামনায় প্রার্থনা চেয়েছে।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। যথাযথ চিকিৎসার পর কোন ধরণের জটিলতা ছাড়াই সুস্থ হন তিনি।