এবার করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার (১২ জানুয়ারি) কোভিডের রিপোর্ট হাতে পেতেই জানতে পারেন তিনি ‘পজিটিভ’।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করে প্রসেনজিৎ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি করোনায় আক্রান্ত। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’
শুধু প্রসেনজিৎ একা নন, আজ সকালে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘শুনছিলাম এবারও যাদের করোনা হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি অরুচি লিস্টে নেই।’
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তালিকায় রয়েছেন সংগীতশিল্পী রূপম ইসলাম। পাশাপাশি এই গায়কের স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন।