গত নভেম্বরে ‘জি লে জারা’ নামের নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন ফারহান আখতার। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটতে নির্সিত হবে ছবিটি।
চমকপ্রদ তথ্য হলো- নতুন এই ছবিটিতে নতুন একটি চমক নিয়ে আসছেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার। এতে যুক্ত হচ্ছে আরও একটি নাম।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ‘জি লে জারা’তে যুক্ত হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফের স্বামী অভিনেতা ভিকি কৌশল।
কিন্তু ভিকিকে কেন নেওয়া হচ্ছে ছবিটিতে? এ প্রসঙ্গে ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানান, “জি লে জারা’তে ভিকিকে নেওয়া অনেকটা পিউর গোল্ডের মত একটি বিষয়। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে এবারই প্রথম স্ত্রীর বিপরীতে দেখা যাবে ভিকিকে। বলিউডের এই অভিনেতাকে নেওয়ার ফলে ছবিটির মার্কেটিং ও প্রচারণাতেও দারুণ সাড়া পাওয়া যাবে বলে ধারণা করছেন নির্মাতারা।”
ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে সালমান খানকে।
অন্যদিকে, নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ভিকি কৌশলও। কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এর নাম। এতে ভিকির বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে।