দেখতে দেখতে দাম্পত্যের এক মাস পূর্ণ করে ফেললেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসেছিল এই তারকা জুটির রাজকীয় বিয়ের আসর।
আজ (৯ জানুয়ারি) এই তারকা দম্পতি তাদের বিয়ের এক মাস পূর্ণ করেছেন। বিয়ের একমাস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ।
ছবিতে বাড়ির পোশাকে দেখা গেছে তারকা দম্পতিকে। নো মেকআপ লুকে রয়েছেন দু’জনেই। স্ত্রী ক্যাটরিনাকে বাহুডোরে আগলে রেখেছেন ভিকি।
ছবিটির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘শুভ একমাস আমার ভালোবাসা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি।
ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে সালমান খানকে।
অন্যদিকে, নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ভিকি কৌশলও। কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এর নাম। এতে ভিকির বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে।