বলিউড ও টলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনাভাইরাসের থাবা। ভয়াবহ এই ভাইরাস দ্বারা এবার সপরিবারে আক্রান্ত হয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই খবর। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে তারা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সোহম।
করোনা আক্রান্ত হওয়ার খবরের পাশাপাশি সোহম তার পোস্টে সকলকে অনুরোধ করে লিখেছেন, “দয়া করে নিরাপদে থাকুন, মাস্ক পড়ুন এবং কোভিড সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।”
এদিকে, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৫ জানুয়ারি তার শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। এরপর পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
এই মুহূর্তে অভিনেত্রী ও তার পরিবার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করছেন। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছে, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রত্যেককে ডাবল মাস্ক পরার অনুরোধ করেছেন। সাবধানে থাকতে বলেছেন।