কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানেই শহরজুড়ে উৎসবের আমেজ। নন্দন, রবীন্দ্রসদনের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি সিনেমা হলে বাছাই করা ছবি দেখানো হয়।
করোনাভাইরাস মহামারির কারণে গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়নি। পরবর্তীতে সংক্রমণের কথা মাথায় রেখে চলতি বছরের জানুয়ারি মাসে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ভার্চুয়ালি।
তবে এবার জানানো হল, ২৭তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।
কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা সশরীরে হাজির থাকবেন নাকি ফের ভার্চুয়ালের পথেই হাঁটবে রাজ্য, তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শারীরিক উপস্থিতির মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে।
১৯৯৫ সাল থেকে চলে আসছে এই উৎসব। সেই হিসাবে উৎসবটি এবার ২৭ বছরে পা দিচ্ছে। গত বছর উৎসবে যোগ দিয়েছিল দেশ–বিদেশের ৮১টি ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল রেজওয়ান শাহরিয়ারের ছবি ‘নোনা জলের কাব্য’।