আট বছরের পুত্রকে হারালেন কবি ও নির্মাতা মাসুদ পথিক। খবরটি নিশ্চিত করেছেন আরেক নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, বাথরুমে পা পিছলে পড়ে মারা যান অঋব অনুসূর্য।
মাত্র আট বছর বয়সী একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে মুষড়ে পড়েছেন নির্মাতা মাসুদ পথিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন-অঋব অনুসূর্য, সে চলে গেলো না-ফেরার দেশে। ঘৃণা আর হিংসার পৃথিবীতে আমারও থাকতে ইচ্ছে করে না।
নির্মাতা পুত্রের এমন অকাল প্রয়াণে শোকতপ্ত সমবেদনা জানিয়েছে সংস্কৃতি অঙ্গনের অনেকেই।
নির্মাতা মাসুদ পথিক তার প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী জনাব শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুকে কেন্দ্র করে তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ২০১৯ মুক্তি পায়। এ চলচ্চিত্রটিতেও ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। কবিতায় ২০১৩ সালে কালি ও কলম পুরস্কার অর্জন করেন মাসুদ পথিক।