সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার শিল্পীরা

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-09-01 21:25:55

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে সোচ্চার হয়েছে শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক জনগোষ্ঠির মানুষ। দেশের নির্মাতা-শিল্পী-তারকারাও এ বিষয়ে সোচ্চার মত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখনই সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর-এমন মন্তব্য করছেন অনেকেই। এদিকে ১৯ অক্টোবর বিকেল ৫টায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিক এর ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে শিল্পী-নির্মাতা ও সংস্কৃতিজনদের প্রতিক্রিয়া সংগ্রহ করেছে বার্তা ২৪.কম।  


নাসির উদ্দিন ইউসুফ, নির্মাতা



সুবর্ণা মুস্তাফা, অভিনয়শিল্পী



জয়া আহসান, অভিনয়শিল্পী



পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা (পশ্চিমবঙ্গ)



মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা



ঋতিক চক্রবর্তী (পশ্চিমবঙ্গ) ও জ্যোতিকা জ্যোতি, অভিনয়শিল্পী



অনিমেষ আইচ, নির্মাতা



দীপান্বিতা মার্টিন, অভিনয়শিল্পী



রিয়াজ আহমেদ, চিত্রনায়ক




লতিফুল ইসলাম শিবলী, গীতিকবি




পান্থ কানাই, সংগীতশিল্পী



কৌশিক শংকর দাস, নির্মাতা



আনজাম মাসুদ, উপস্থাপক



নওশাবা, অভিনয়শিল্পী


এ সম্পর্কিত আরও খবর