স্বস্তিকার নতুন স্টাইলে মুগ্ধ নেটিজেন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 10:25:20

বরাবরই একটু ভিন্ন পথে হাঁটেন স্বস্তিকা মুখোপাধ্যায়। চিরাচরিত ফ্যাশনেরও ধার ধরেন না। কে কি বললো বা ভাবলো তাতে তার কিছু যায় আসে না! তাই তো সবসময় নিজের মতো করেই সাজেন, আর সেসব ভিন্ন সাজের ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন।


রোববার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে তিনি দেখিয়েছেন খোঁপা ছাড়াও আর কিভাবে ফ্যাশনের জন্য জুঁই ফুলের ব্যবহার করা যায়।

স্বস্তিকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অফ-হোয়াইট টিস্যু বেনারসি পরেছেন। নাকের মাঝে নোলক, আর কপালে লালটিপ। আদ্যোপান্ত এই বাঙালি সাজে টুইস্ট জুঁই ফুলের মালাটি। সোনালি ফ্রেমের চশমার ডাঁটির সঙ্গে তা লাগিয়ে দেওয়া হয়েছে।


ছবির ক্যাপশনে ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন, “তাজা জুঁই ফুলের সুবাস অনেক তীব্র গন্ধকে হারিয়ে দিতে পারে।”

স্বস্তিকার থেকে যে চোখ ফেরানো যাচ্ছে না, তা এককথায় মেনে নিয়েছেন অনেকেই। সকলের মতেই গরমে স্বস্তিকার এই ছবি চোখ দুটো জুড়িয়ে দিচ্ছে।

কেউ আবার বলেছে, ‘খ্যাপামোর নমুনা, সবাই খোঁপায় দেয়, তিনি দিলেন চশমায়’। যার উত্তরে স্বস্তিকার এক অনুরাগীর সাফ জবাব, ওই জন্যই তো অভিনেত্রী সবার থেকে আলাদা!

এ সম্পর্কিত আরও খবর